কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫ এ ০৬:১৬ PM
কন্টেন্ট: জীবন বৃত্তান্ত

প্রকৌশলী মোঃ শরীফ হাসনাত
ব্যবস্থাপনা পরিচালক
প্রকৌশলী মো: শরীফ হাসনাত ২৫ শে আগস্ট ২০২৪ তারিখে ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন।
প্রকৌশলী মো: শরীফ হাসনাত ১৯৬৭ সালে পাবনা জেলার সদর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্বনামধন্য আইনজীবী ও সরকারি কলেজের শিক্ষক বাবা এবং পাবনা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মায়ের অপত্যস্নেহ ও নিবিড় তত্ত্বাবধানে বাল্যকাল থেকেই অসাধারণ মেধার স্বাক্ষর রেখে তিনি পাবনা জেলা স্কুল হতে মাধ্যমিক এবং সরকারি এডওয়ার্ড কলেজ হতে উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় স্থান অর্জন করেন। পরবর্তীতে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে যন্ত্রকৌশলে বিএসসি ডিগ্রী অর্জন করেন। এছাড়া, তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এমবিএ সম্পন্ন করেছেন।
রাষ্ট্রায়ত্ত খাতে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড-এ জনাব হাসনাত ১৯৯৪ সালে যোগদান করেন। বিশেষায়িত এ প্রতিষ্ঠানটিতে সুদীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন সময়ে ইন্সপেকশন, সেফটি, ইনস্টলেশন ইত্যাদি শাখা এবং পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভিসেস বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া, আমদানিকৃত জ্বালানি তেল স্বল্প সময় ও স্বল্প ব্যয়ে অধিকতর সহজ প্রক্রিয়ায় খালাসকরণের লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর পক্ষে দেশে প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তি নির্ভর “ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন” প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে সফলভাবে প্রকল্পটি বাস্তবায়নের কাজ সম্পন্ন করেন।
চাকুরিকালীন বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে জনাব হাসনাত NDT Level II (MPT, RT, UT), Lead Auditors in QMS and OH & S Management System এর উপর পেশাগত সনদ অর্জন করেছেন। এছাড়া তিনি Refinery Plant Inspection, Corrosion Protection, Design and Construction of Pipelines and Storage Tanks, HAZOP প্রভৃতি বিষয়ে কারিগরি জ্ঞানে সমৃদ্ধ। উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি তিনি বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণের নিমিত্ত জার্মানি, নেদারল্যান্ডস, চীন, সংযুক্ত আরব আমিরাত, এ্যাঙ্গোলা প্রভৃতি দেশসমূহ ভ্রমন করেছেন। ছাত্রজীবন হতে তিনি ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ক্রিকেটসহ বিভিন্ন খেলাধূলায় পারদর্শী এবং অদ্যাবধি তার ধারাবাহিকতা ধরে রেখেছেন।
অত্যন্ত সদাচারী ও কর্মপ্রিয় প্রকৌশলী মো: শরীফ হাসনাত ব্যক্তিজীবনে বিবাহিত এবং দুই কন্যাসন্তানের জনক।